কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
বাদী ও বিবাদী উভয় পক্ষ ঘটনার স্থলে উপস্থিত হন।
প্রথমে বাদীর অভিযোগ ও কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে ৩১৩নং বান্দরবান মৌজার ৭৮২ হোল্ডিং এর ২ একর ৩য় শ্রেণীর জমিতে সেগুন বাগান আছে। এবং তাহার বাগান থেকে ৮টি সেগুন গাছ কর্তন করে নিয়ে গেছে বলে তিনি জানান।
বিবাদী দুলাল কান্তি দাশ জানান যে, বাদী শিবু কান্তি পাল এর পার্শ্বে ১ একর ৩য় শ্রেণির জমিতে ৩০/৩৫ বৎসর যাবত ভোগ দখল করে আছেন। উক্ত জমির মধ্যে বিভিন্ন ধরনের গাছ পালা রোপন করছেন বলি তিনি জানান।
উভয় পক্ষের কাগজ পত্র ও স্বাক্ষীগণের সাথে আলাপ আলোচনা কর সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাদী শিবু কান্তি পাল ২(দুই) একর জমিরি সীমানা নির্ধারণ করে পিলার দেওয়া হইয়াছে। তাহার সীমানার বাহিরে যাইতে পারবে না। উল্লেখ্য যে বিবাদীর দখলকৃত ১ একর জাগা থেকে ৬(ছয়) শতক জাগা কবরস্থানের জন্য দান করেন। কবরস্থানের জন্য যে জায়গা দিয়াছে সে জাগার মধ্যে গাছপালা গুলি দুলাল কান্তি ভোগ করিবেন এবং কবরস্থানের যাবতীয় রক্ষাণা-বেক্ষণ করিবেন।
উভয় পক্ষের জাগার মধ্যে সীমানা নির্ধারণ করা হইয়াছে।এই ব্যাপারে কাহারো কোন অভিযোগ না থাকায় মামলাটি নথী ভূক্ত করা গেল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস