প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও এটুআই প্রোগ্রামের উদ্যোগে প্রবাসে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য জাতীয় ডাটাবেজ প্রণয়ন কার্যক্রমের জন্য একটি উদ্যোগ নেয়া হয়েছে। এই জাতীয় ডাটাবেজে নারী-পুরুষ এবং পেশা ভেদে যেকোন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হবে। বিভিন্ন দেশ থেকে যখন বিভিন্ন পেশায় কর্মী চাহিদা জানানো হবে, তখন এই ডাটাবেজ থেকে দক্ষ এবং প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে। সরকার এই রেজিষ্ট্রেশন কার্যক্রম দেশের ৪,৫৪৫টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), ৩১৯টি পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি) ও ৪০৮ টি সিটি তথ্য ও সেবাকেন্দ্র (সিআইএসসি) থেকে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও, ৪২ টি জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিস (ডেমো) থেকে এই রেজিষ্ট্রেশন চলবে। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS